মো:আনোয়ারুল কবীর স্বপন
দিনাজপুর জেলা প্রতিনিধি:
চলমান কোটা আন্দোলনের এক দফা দাবির মুখে প্রধান মন্ত্রী শেখ হাছিনা পদত্যাগ করেন। দিনাজপুর বিরামপুর উপজেলাও কোন অংশে কম নয়।বিরামপুর উপজেলাতেও এ আন্দোলন চলমান ছিল। তারই সফলতায় আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর বিরামপুরে বইছে এক খুশির জোয়ার। সর্ব স্তরের মানুষ আংশগ্রহনের বিরামপুরে আনন্দ মিছিল হয়। হাজার হাজার মানুষের মিছিল এর আগে কখনো বিরামপুরে হয়নি।এমিছিল যেন শুধু আনন্দ মিছিল নয় এ মিছিল ছিল দেশ স্বাধিনের বিজয় মিছিল। মানুষে মনে উপচে পড়া আনন্দ উল্লাস।এ বিজয় মিছিল দেখে আওয়ামী লীগের নেতা কমীরা গাঁ ঢাকা দিয়েছে।