রাইম খন্দকার প্রতিনিধি ঢাকা।
রাত ২:৪০ মিনিট থেকে ওপেন ফায়ারিং এর জন্য ইতিমধ্যে আতঙ্ক ছড়িয়ে পরেছে ঢাকা শহরের বিভিন্ন স্থানে
বাড্ডা, বংশাল এবং বিভিন্ন এলাকায় থেকে পুলিশ ওপেন ফায়ারিং চালিয়ে নিরাপদ স্থানে যাচ্ছে, সে সময় ভিডিও ধারণ করেন বাড্ডা এবং বংশাল এলাকার সাধারণ জনতা।
তবে অনেকে বলছে বাংলাদেশে ইন্ডিয়ান র বাহিনী তান্ডব চালাচ্ছে তার কোন সত্যতা পাওয়া যায়নি।
কিছু জায়গায় শোনা যাচ্ছে সাভারে কিছু র বাহিনী ধুখে পরেছে, তবে সাভারের দায়িত্বরত্ব সেনাবাহিনীর একজন সদস্য জানান সাভারে কিছু পুলিশ সদস্য সেনাবাহিনীর কাছে আত্মসর্মপন করেছে।