বিশেষ প্রতিনিধি -(মোঃ সবুজ আলী ) গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে সকাল থেকে দেখা যায় বিভিন্ন জেলার হাজারো মানুষ। কিন্তু গতকাল সোমবার বিকেলে কাশেমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে কিছু দূর্বৃদ্ধরা বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাই আজ মঙ্গলবার প্রায় শত সেনাবাহিনী কারাগারে উপস্থিত ছিলেন। পুরো কারাগার নিয়ন্ত্রণ করতে। আর কারাগারের বাহিরে বিভিন্ন পেশার মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে আছেন। তাদের আত্মীয়স্বজনদের আজকে মুক্তি দেওয়ার কথা শুনে। সেখানে আরও উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম মাদানী। রফিকুল ইসলাম মাদানী মুক্তিগামী ছাত্র ও আলেমদের জন্য দোয়াও করেন। এবং সকলকে আইন শৃঙ্খলা মেনে অপেক্ষা করতে বলেন।