মোঃ আব্দুল মতিন
বিজয়নগর প্রতিনিধি
দৈনিক খবরের কন্ঠ পত্রিকা
২৭শে ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার বিজয়নগর উপজেলার সাতবর্গ উচ্চ বিদ্যালয়ে এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সহকারী প্রধান শিক্ষক শাহজাহান সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতবর্গ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সম্মানিত সভাপতি জনাব আব্দুর রউফ মিলন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডহক কমিটির অভিভাবক সদস্য জনাব মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুস সাত্তার, আলহাজ্ব আমিনুল ইসলাম মোছন, মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম মঙ্গল, আবেদ মিয়া, কিসমত মিয়া, লাফু মাষ্টার সহ আরো অনেকে। এতে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, অভিভাবক বৃন্দ ও সাতবর্গ গ্রাম সহ অন্যান্য গ্রামের বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত অতিথিরা প্রত্যেকেই বিদ্যালয়ের পড়াশোনার গুনগত মান বৃদ্ধি ও আগামীতে উপজেলা পর্যায়ে সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিদ্যালয়টি গণ্য হবে এই প্রত্যাশা ব্যাক্ত করেন। অনুষ্ঠান শেষে অতিথিদের মাঝে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।