——–সহকারী কমিশনার
দিরাই প্রতিনিধি:গোলাম জিলানী দিরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেছেন, খেলাধুলা হচ্ছে সুস্থ বিনোদন তাই লেখা পড়ার পাশাপাশি খেলা ধুলার প্রয়োজন।কারণ সুস্থ শরীর ও সুস্থ মনের জন্য খেলাধুলার বিকল্প নেই। হাওর পাড়ের শিক্ষার্থীদের প্রচুর প্রতিভা আছে, এর বিকাশের জন্য উপযুক্ত পরিবেশের প্রয়োজন, আজকে যারা কবিতা, নাচ গানে যে প্রতিভার স্বাক্ষর রেখেছে, তারা যদি উপযুক্ত পরিবেশ পায় তাহলে অবশ্যই লেখা পড়ার পাশাপাশি খেলাধুলায় সফলতা বয়ে আনবে। তিনি একাডেমির ভূয়সী প্রশংসা করে বলেন, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ের কারণেই অল্প দিনে প্রতিষ্ঠানটি সফলতার পথে দ্রুত এগিয়ে চলছে। সবার সহযোগিতায় প্রতিষ্ঠান এগিয়ে যাক ইস্পিত লক্ষ্যে এ আমার কামনা। শনিবার দিরাই নলেজ হোম প্রি ক্যাডেট একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ সব কথা বলেন। একাডেমি পরিচালনা পর্ষদের সভাপতি মুজিবুর রহমান সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা উর্মিলা রায় চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিরাই সরকারি কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারি প্রকৌশলী এটিএম মোনায়েম আহমেদ, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কুদরত পাশা, ডিএসএস প্রি-ক্যাডেট একাডেমির পরিচালক শাহজাহান সিরাজ, সুরমা স্কুল এন্ড কলেজের প্রভাষক মোস্তাহার মিয়া, শব্দ সিড়ি সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি ইমামুল ইসলাম রান, দিরাই প্রেসক্লাবের সদস্য, এনটিভি ও মানবজমিন প্রতিনিধি মোশাহিদ আহমদ সরদার, শিক্ষক সজিত মিয়া, সাংবাদিক প্রশান্ত সাগর দাস। বক্তব্য রাখেন শিক্ষক মুহসিনা খাতুন রুমি, সাংবাদিক গোলাম জিলানী, অভিভাবক গোলাপ মিয়া, জাহাঙ্গীর আলম,আইমান আহমদ সেলিম রেজা সহ শিক্ষক অভিভাবক বৃন্দ। সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।