এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি:
দৈনিক খবরের কন্ঠ পত্রিকা||
সিলেটের দুর্ঘটনার কবলে পড়েছে সিলেট জেলা পরিষদ কর্মকর্তার গাড়িবহর। রোববার (২ মার্চ) সকালে এয়ারপোর্টে রোডে মালনিচড়া চা বাগানস্থ সড়কে একটি প্রাইভেট কারের সাথে সংঘর্ষে জেলা পরিষদ কর্মকর্তার গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
এ ঘটনায় একজন আহত হয়ে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে। এ ছাড়াও বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, সকালে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছি জেলা পরিষদ কর্মকর্তার গাড়ির সাথে একটি প্রাইভেট কারের সংঘর্ষে প্রাইভেট কারের একজন আহত হয়েছেন বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।