জেলা(প্রতিনিধি)ঝিনাইদহ।
ঝিনাইদহ, রাজবাড়ী ও মাগুরা জেলার পাশ দিয়ে বয়ে যাওয়া গড়াই নদীতে এক মাসেরও বেশি সময় ধরে ঘুরছে কুমির। কখনো ১ টা, কখনো আবার ৩/৪টা কুমির দেখেছেন নদী তীরের বাসিন্দারা। এতে আতঙ্কের মধ্যে রয়েছেন তারা। গোসলসহ দৈনন্দিন কাজ করতে ভয় পাচ্ছেন স্থানীয়রা।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খুলুমবাড়ী ও পাংশার কেওয়া গ্রামের গড়াই নদীতে কুমিরের দেখা মিলল। এ সংবাদ শুনে বিভিন্ন এলাকায় ছেলে-মেয়ে ও বয়স্ক ব্যক্তিরা নদীরতীরে ভীড় জমান। কেউ কেউ ছবি তোলেন ও ভিডিও ধারন করেন।
তারা জানান, ‘অনেক দিন ধরে কুমির দেখার সংবাদ শুনছি।তাই আজ কুমির দেখতে এসেছি।
স্থানীয়রা জানান, ‘নদীতে যখন পানি বেশি ছিল তখন এখানে কুমির এসেছে। এখন নদীর পানি কমে গেছে। এখানে একটু পানি বেশি।
প্রায় এক মাসের বেশি সময় ধরে এখানে কুমিরগুলো দেখা যায়। প্রতিদিন দুই থেকে তিনবার নদীতে কুমির ভাসতে দেখা গেছে।
তারা আরও জানান, প্রতিদিন এলাকার শত শত মানুষ এই নদীতে গোসল, জামা-কাপড় ধোয়াসহ দৈনন্দিন বিভিন্ন কাজ করেন। আজ এতো বড় কুমির দেখার কারণে এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।