মোঃ আব্দুল মতিন
বিজয়নগর প্রতিনিধি
দৈনিক খবরের কন্ঠ পত্রিকা
মঙ্গলবার মধ্য রাতে অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন কমিটির সভাপতি আব্দুস সাত্তারকে আটক করেছে বিজয়নগর থানা পুলিশ। আটককৃত আসামি আব্দুস সাত্তার বিজয়নগর উপজেলা বুধন্তী ইউনিয়ন এর শশই গ্রামের বাসিন্দা। তিনি শশই গ্রামের উত্তর পাড়ার মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে। পুলিশ জানায় গতকাল রাতে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন কমিটির সভাপতি আব্দুর সাত্তার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেন এবং পরে তার জামানত বাজেয়াপ্ত হয় বলে জানতে পারা যায়।