তাইয়েব ইবনে ফারুকী, ময়মনসিংহ
পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ভালুকা উপজেলা প্রশাসন বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতে উপজেলা পরিষদ চত্বরে চালু হয়েছে সুলভ মূল্যের বাজার। রমজানের চতুর্থ দিন থেকে চালু হওয়া এ বাজার ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে, যেখানে প্রতিদিনই মানুষের ভিড় বাড়ছে।
এই বাজারে অন্যান্য বাজারের তুলনায় তুলনামূলক কম দামে পণ্য বিক্রি হচ্ছে, যা বিশেষভাবে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির জন্য সহায়ক। সরেজমিনে দেখা গেছে, বাজারে ৭৫০ টাকার গরুর মাংস ৬০০ টাকায়, ৪৫ টাকা মূল্যের শসা ৩৫ টাকায়, ৪৫ টাকার ডিম ৩৮ টাকায়, ৬০ টাকার লেবু ৪০ টাকায় এবং প্রতি লিটার দুধ ১১০ টাকার পরিবর্তে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
এক ক্রেতা জয়নাল আবেদীন সন্তুষ্টি প্রকাশ করে বলেন, “বাজারে যে ঊর্ধ্বমূল্য, তাতে এই সুলভ বাজার আমাদের জন্য আশীর্বাদ। পণ্যগুলো তুলনামূলক কম দামে পেয়ে ভালো লাগছে। তবে আরও কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য থাকলে আরও ভালো হতো।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জানান, “সাধারণ মানুষের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষিপণ্যগুলো সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। তবে মাংস ও ডিম ভর্তুকি মূল্যে বিক্রি করা হচ্ছে, যা নিয়মিত রাখা সম্ভব নয়। চাহিদা অনুযায়ী বাজারের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। আপাতত এটি সপ্তাহে দুই দিন চলবে।”
সুলভ মূল্যের বাজার চালুর ফলে উপজেলার সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন এবং এ ধরনের উদ্যোগকে প্রশংসনীয় বলে মনে করছেন।