1. live@khaborerkantho.com : news online : news online
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৮:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত! লালমাই উপজেলা বিএনপি’র ৩১ সদস্যের আহ্বায়ক কমিটির ঘোষণা বকশীগঞ্জে আ’লীগ নেতা বাবুকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন! হবিগঞ্জের মাধবপুরে হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ডের আদেশ! পানছড়িতে ছাত্রদলের ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ  নরসিংদীতে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম তরান্বিত বাস্তবায়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত। বৃহত্তর তেলিখালে আলীম-হাফিজ সংবর্ধনা প্রদান বরিশাল হিজলায় ইসরাইলের বিরুদ্ধে মিছিল অনুষ্ঠিত!  ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ভালুকায় বিক্ষোভ মিছিল!  জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের সংগঠক নাহিদ-উদ্দিন তারেক!

দিরাইয়ে জমি নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১৮ সহ আহত ৩০

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি গোলাম জিলানী ঃদিরাইয়ে জমি নিয়ে সং*ঘ*র্ষ, গুলিবিদ্ধ ১৮ সহ আহত ৩০
সুনামগঞ্জের দিরাই উপজেলায় জমি সংক্রান্ত বিরোধও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ১৮ জন সহ অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।রোববার সকাল ১০ টার দিকে উপজেলার তাড়ল ইউনিয়নের রণভুমি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রণভূমি গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান চৌধুরী ও সাবেক ইউপি সদস্য আব্দুস সালামের লোক এবং একই গ্রামের আশিক মিয়া ও মুক্তিযোদ্ধা শফিক চৌধুরীর লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে আশিক মিয়ার পক্ষের লোকজন দেশীয় অ*স্ত্র শ*স্ত্র নিয়ে মাঠে জড়ো হলে লুৎফুর রহমানের পক্ষের লোকজন বন্দুক দিয়ে গুলি ছুড়ে এতে আশিক মিয়ার পক্ষের অন্তত ১৮ জন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের ৩০ জন আহত হয়।
গুলিবিদ্ধ গুরুতর আহত মাদ্রাসা ছাত্র মুন্না মিয়া (১৫) ও বিজয় ইসলাম (১৪), আমিরুল (২৪), মোজ্জাকির (৪২), তুফায়েল মিয়া (৩৮), মরোম মিয়া (৬০), ছাতির মিয়া (৬৫), মাসুম আহমেদ (২০), জাহিদ আলম (২৬), জয় ইসলাম (২০),শাকিবুল (১২), পাবেল মিয়া (৪২), শাহরুখ খান (২১), মোঃ মোজাহিদ (২৩) শাহালম মিয়া (৭০), বারেক চৌঃ রুবেল (৪০), টিপু মিয়া (২৬) ও আব্দুস সাত্তার (৫০) সহ ১৮ জনকে প্রথমে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।দিরাই হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার পিন্টু দাস জানান, গুলির আলামত পাওয়া গেছে তবে এক্সরে করার পর নিশ্চিত হওয়া যাবে।পুলিশ ও গ্রামবাসির সুত্রে জানাগেছে, রণভূমি গ্রামের সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান চৌধুরী, আব্দুস সালাম ও আশিক মিয়ার মধ্যে স্কুল, মাদরাসা, মসজিদ এবং জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। আশিক মিয়ার ভাই যুক্তরাজ্য প্রবাসী রাসিকুল ইসলাম গ্রামের পাশে জায়গা ক্রয় করে স্কুল নির্মাণের উদ্যোগ নেন এতে বাঁধা দেন লুৎফর রহমান ও সালাম মিয়ার লোকজন।এনিয়ে গত দুই দিন আগে আশিক মিয়ার ভাই মনসুর মিয়াকে লুৎফুর রহমানের লোকজন দিরাই বাজারে হামলা করে। এর জের ধরে রোববার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ১৮জন গুলিবিদ্ধসহ ৩০জন আহত হয়েছেন।
দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষের পর পুরো গ্রাম পুরুষ শূন্য অবস্থায় রয়েছে। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত