গোলাম জিলানী দিরাই উপজেলা প্রতিনিধি!
সুনামগঞ্জের দিরাইয়ে বুধবার (১২ ই মার্চ) সন্ধ্যা ৫ ঘটিকায় দিরাই গণ মিলনায়তন হল রুমে এ আলোচনা সভা অনুষ্টিত হয়।
দিরাই নাগরিক পার্টির(NCP) আহবায়ক ওবায়দুল্লাহ তাহমিদের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদক অনিক রায় বলেন,আমরা বৈষম্যহীন সরকার চাই না,আমাদের আন্দোলন ছিলো বৈষম্যের বিরুদ্ধে যদি আমাদের মাঝে বৈষম্যহীনতা দূরই না হয় তাহলে আমাদের আন্দোলন বৃথা যাবে। ২৪’র প্রেরণায় বিনির্মাণে সমগ্র দেশের ন্যায় আমাদের দিরাই শাল্লা’র অবকাঠামো উন্নয়নে আমাদের নাগরিক পার্টির অগ্রণী ভুমিকা থাকবে। আমাদের দিরাই শাল্লা’র মানুষজন কি সরকারকে কর পরিশোধ করেনি, যে নিজের এলাকা থাকতে অন্যে জায়গায় কেন আমাদের সেবা গ্রহনের জন্য দৌড়াতে হয়। সকল বৈষম্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলমান থাকবে। তিনি আরও বলেন দিরাই-শাল্লায় উপজেলা সদর থেকে কোনো ইউনিয়নে যোগাযোগ ব্যাবস্থা নেই।স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও এই হাওরাঞ্চলের মানুষ অবহেলিত। যেখানে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে সেখানে দিরাই শাল্লা বৈষম্যের স্বীকার হচ্ছে,আমাদের এই বৈষম্যে থেকে বেরিয়ে আসতে হবে।
সমগ্র দেশ সহ দিরাই শাল্লা’র উন্নয়নে জাতীয় নাগরিক পার্টির বিকল্প নেই, । তাই আসুন আমরা হাতে হাত রেখে বৈষম্যের বিরুদ্ধে আমারা রুখে দাড়াই।
আরো বক্তব্য রাখেন দিরাই উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুখতার হুসাইন চৌধুরী সহ আরো অনেকেই।মুক্তার হোসেন চৌধুরী বলেন আমরা আর বৈষম্যের মাঝে থাকতে চাইনা।হাওর পাড়ের মানুষ আর অবহেলিত থাকতে চায়না,ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলমান থাকবে।উক্ত ইফতার মাহফিলে রাজনৈতিক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন উপস্থিত