মোঃহেলাল উদ্দিন,পানছড়ি খাগড়াছড়ি প্রতিনিধিঃজেলার পানছড়ি উপজেলা আওয়ামী লীগের দলীয় অফিসে অবৈধ বিদ্যুৎ লাইন করেছেন , পানছড়ি আবাসিক প্রকৌশলী বিভাগ।
১৪ মার্চ রোজ শুক্রবার মিটার রিডার ম্যান মিটার রিডিং সংগ্রহ করতে গেলে সে কোন মিটার না পেয়ে, তাত্ক্ষণিক বিষয়টি উপ সহকারী বাউবো প্রকৌশলী চঞ্চল আলী ও লাইন ম্যান প্রদেয চাকমা জানালে তারা ঘটনা স্হালে চলে এসে বিদ্যুৎতের অবৈধ লাইনটি বিচ্ছিন্ন করেন।
এ বিষয় উপ সহকারী প্রকৌশলী চঞ্চল আলীর সাথে মুঠো ফোনে কতা হলে তিনি এর সত্যতা নিশ্চিত করেন। আরো জানা যায়, এ অবৈধ বিদ্যুৎ লাইন থেকে সামনে একটা দেকান ও পাশের আরও একটা দোকানে অবৈধ থেকে অবৈধ সংযোগ দিয়েছেন। ওই আওয়ামীলীগ অফিসে দীর্ঘ ১৭ বছর যাবৎ ২ .টন পাওয়ারে ১ টি এসি,৫ টি সিলিং ফ্যান,৫ টি বাল্প,টিভি,ওয়াটার হিটার সহ বৈদ্যুতিক অনেক কিছু ব্যবহার করা হয়েছে।এবং আওয়ামীলীগ দলীয় অফিসের নামে কোন মিটার নাই। যদি প্রতি মাসে ৫০০০ টাকা বিল আসে তা হলে ৫০০০×১২=৬০০০০×১৭=১০২০০০০/= ( দশ লক্ষ বিশ হাজার) টাকা সরকারের ক্ষতি সাধন হয়েছে।
এ ব্যাপারে স্হানীয় জনগন আওয়ামী লীগের বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাদের মামলা দাবী জানান।