সংবাদ দাতা :গোলাম জিলানী
দিরাই থানার এসআই মাসুদুল হক, বিপি, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় রাত্রীকালী আইন-শৃঙ্খলা রক্ষা (মোবাইল-০১) ডিউটি করাকালে গত ১৫/০৩/২০২৫খ্রি: তারিখ ২২.৪০ ঘটিকার সময় দিরাই থানাধীন দিরাই পৌরসভার অন্তর্গত হারানপুর এলাকায় অবস্থানকালে গোপন সূত্রের মাধ্যমে সংবাদ পান যে, দিরাই থানাধীন দিরাই পৌরসভাস্থ ৫নং ওয়ার্ডের শুকুরনগর সাকিনের শুকুরনগর জামে মসজিদের সামনে রাস্তায় কতিপয় লোক অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করতেছে। বিষয়টি তাৎক্ষণিক অফিসার ইনচার্জ সাহেবেকে অবহিত করে দিরাই থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ আব্দুর রাজ্জাক এর নের্তৃত্বে এসআই (নিরস্ত্র) মাসুদুল হক সঙ্গীয় ফোর্সসহ দিরাই থানাধীন দিরাই পৌরসভাস্থ ৫নং ওয়ার্ডের শুকুরনগর সাকিনে অভিযান পরিচালনা করে গত ১৫/০৩/২০২৫খ্রি: তারিখ ২৩.১০ ঘটিকার সময় দিরাই থানাধীন দিরাই পৌরসভাস্থ ৫নং ওয়ার্ডের শুকুরনগর সাকিনের শুকুরনগর জামে মসজিদের সামনে রাস্তার উপর হতে ১৮০ (একশত আশি) পিছ অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ আসামী মো: জুয়েল মিয়া (৪০), পিতা-মৃত আদরিছ মিয়া, সাং-ঘাগটিয়া, দিরাই পৌরসভা, থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জকে গ্রেফতার ক