মোঃহেলাল উদ্দিন,পানছড়ি খাগড়াছড়ি প্রতিনিধিঃপানছড়ি উপজেলায় ২০২৪-২০২৫ অর্থ বছরের সরকারি যাকাত ফান্ডে অর্থ সংগ্রহ বৃদ্ধির লক্ষে সেমিনার ও যাকাত এর চেক বিতরণ কারা হয়।
১৭ মার্চ রোজ সোমবার সকাল ১১ টার সময় পানছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশন পানছড়ি উপজেলায় আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন।
ই ফার ফিল্ড সুপার ভাইজার মুহাম্মাদ ইউসুফ বাহার এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন, কৃষি অফিসার মোঃ খলিলুর রহমান,উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার, পানছড়ি ইসলাৃিয়া সিঃ মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ মোঃ আবুল কাসেম মডেল মসজিদের খতিব মাওঃ শাব্বির মাহমুদ রশিদী ও বিভিন্ন মসজিদের ইমাম গণ।
প্রধান অতিথি উপস্থিত সকলকে সরকারি যাকাত ফান্ডে অর্থ সংগ্রহে উদরতার সহিদ কাজ করা আহ্বান জানান।
পরে ২০২৪-২০২৫ অর্থ বছরের সরকারি যাকাত ফান্ড থেকে ছয় হাজার টাকা করে মোট আট জনকে যাকাতের টাকার চেক বিতরণ করেন।