জাবের আলী, স্টাফ রিপোর্টার।
বান্দরবানের লামা উপজেলার আজিজ নগরে ষাটোর্ধ এক প্রতিবন্ধী বৃদ্ধ মহিলাকে ধর্ষণের অভিযোগে সিদ্দিকুর রহমান (৫৫) নামে এক জন কে আটক করেছে পুলিশ।
(১৬’ই মার্চ রবি বার) সকাল আনুমানিক ১১টায় আজিজ নগর ইসলামপুরের সন্দ্বীপ পাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।আটক সিদ্দিকুর রহমান আজিজ নগর ইসলামপুরের সন্দ্বীপ পাড়ার মৃত লুৎফুর রহমানের ছেলে। সে আজিজ নগর চাম্বি মফিজ বাজারের একটি হোটেলে নাস্তার কারিগর হিসেবে কাজ করে।
এলাকাবাসীরা জানান, ভিকটিম বৃদ্ধ মহিলা মানসিক প্রতিবন্ধি। ভিকটিমের ছেলে এবং ছেলের বউ সরকারী চাকরিজীবী হওয়ায় তারা সকালে রান্নাবান্না করে মায়ের জন্য খাবার তৈরি করে মাকে খাওয়ানোর পর বাসায় রেখে অফিসে চলে যায়। পরে আসামী সিদ্দিকুর রহমান বাসায় কেউ না থাকার সুযোগে সকাল আনুমানিক ১১টার দিকে এসে ভিকটিমকে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। পরে জানাজানি হলে এলাকাবাসি মিলে সিদ্দিকুর রহমানকে আটক করে।
আজিজ নগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) আহমেদ মোর্শেদ বলেন, তথ্য পাওয়ার সাথে সাথে সিদ্দিকুর রহমান কে গ্রেফতার করা হয়েছে এবং তার জন্য নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার প্রক্রিয়া চলমান।
এই বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোঃ তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আজিজ নগরে এক জন মহিলা ধর্ষণের শিকার হয়েছেন বিষয় টা শুনেছি। তবে এখন পর্যন্ত (রবি বার দিবাগত রাত ১২ টা ৩ মিনিট পর্যন্ত) এই ব্যাপারে ভিকটিম পরিবারের কেউ থানায় মামলা দায়ের করেনি। জানাগেছে ভিকটিম পরিবারের সদস্যরা মামলা দায়েরের জন্য লামা থানার উদ্দেশ্যে রওনা হয়েছেন।