স্টাফ রিপোর্টার গোলাম জিলানী
সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিরাই-শাল্লা আসনে বিএনপির মনোনয়ন প্রাত্যাশী অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ। শিগগিরই তিনি বাংলাদেশের জনগণের পাশে ফিরবেন।
তিনি আরো বলেন, বিএনপি একটি বড় দল। এখানে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে। তবে এ সুযোগে ফ্যাসিবাদের দোসররা যেন দলে অনুপ্রবেশ করতে না পারে। সে বিষয়ে সবাইকে সর্তক থাকতে হবে। অনুপ্রবেশকারীদের দলীয় পদ দেয়া হলে ত্যাগীদের সঙ্গে বেঈমানী করা হবে। দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের জুলুম নির্যাতনে যারা বিএনপি ছেড়ে যায়নি, তাদেরকে নেতৃত্ব আনতে হবে।
তিনি মঙ্গলবার (১৮ মার্চ) দিরাই পৌর সদরের বিএডিসি মাঠে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এর আগে দিরাই ও শাল্লা উপজেলার ১৩ ইউনিয়নে অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেলের আয়োজনে ধারাবাহিক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
দিরাই পৌরসভার বিএডিসি মাঠে আয়োজিত ইফতার মা