আয়াছ উদ্দিন আবির
স্টাফ রিপোর্টার টেকনাফ, কক্সবাজার
কক্সবাজার ফার্মাসিউটিক্যালস্ ম্যানেজার এসোসিয়েশন এর ইফতার ও দোয়া মাহফিল – CPMA এর সিঃ সহ সভাপতি ও ফার্মাশিয়া লিঃ এর সিনিয়র এরিয়া ম্যানেজার মহিউদ্দিন এর সভাপতিত্বে,
আমিনুল ইসলাম সিঃ এরিয়া ম্যানেজার দি একমি ল্যাবরেটরিজ লিঃ এর সঞ্চালনায়,
সন্মানিত CPMA এর উপদেষ্টা বিশ্বজিৎ দাশ গুপ্ত সিঃ এরিয়া ম্যানেজার পপুলার ফার্মা’র শুভেচ্ছা বক্তব্যে সফলভাবে সম্পন্ন হয়,
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আরএসএম ফোরামের সন্মানিত প্রতিনিধি ফার্মাশিয়া লিঃ এর এএসএম সাইদুর রহমান স্যার,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা ফারিয়ার সভাপতি ও জিসকা ফার্মাসিউটিক্যালস্ এর এরিয়া ম্যানেজার রফিকুল ইসলাম,
এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন- CPMA এর সাংগঠনিক সম্পাদক ও দি একমি ল্যাবরেটরিজ এর সিনিয়র এরিয়া ম্যানেজার কাউসার মোস্তফা,
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে ম্যানেজার এসোসিয়েশনের সকল সদস্যবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ইফতার ও দোয়া মাহফিলের প্রতিপাদ্য বিষয় ছিলো- ঐক্যবদ্ধ ফার্মাসিউটিক্যালস গড়ে তুলার এখনই সময়, শোষণমুক্ত বৈষম্যমুক্ত ও সুন্দর ক্যারিয়ার গঠনে ফার্মাসিউটিক্যালসের গুরুত্ব অপরিসীম উল্লেখ করে বক্তারা অধিকার আদায়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সামনে এগিয়ে চলার প্রত্যেয় ব্যক্ত করেন,
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে সদর ফারিয়া প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জীবন সহ প্রমুখ,
সবার উপস্থিতি ও উক্ত অনুষ্ঠানকে সফল করায় সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে CPMA এর সম্পাদক প্যাসিফিক ফার্মার সিনিয়র এরিয়া ম্যানেজার শামীম উদ্দিন উক্ত ইফতার ও দোয়া মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন।