মো:জাফর ইসলাম
সদর প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্র ঘোষিত সকল পাড়া মহল্লায় ও ওয়ার্ডে দোয়া ও ইফতার অনুষ্ঠানে আজ ভোলা সদর উপজেলার আলি নগর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি’র দোয়া ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর আরো উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এনামুল হক, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক বসির হাওলাদার, ভোলা সদর উপজেলা বিএনপি’র সদস্য সচিব হেলাল উদ্দিন, আলিনগর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি বর্তমান সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
উক্ত দোয়া ও ইফতার অনুষ্ঠানে প্রদান অতীতের বক্তব্যে জেলা বিএনপির সভাপতি জনাব গোলাম নবী আলমগীর বলেন ভোলা শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব আমাদের সকলের। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আমরা একতাবদ্ধ হয়ে জাতীয়তাবাদী শক্তিতে এই ভোলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে।
কোন প্রকার ফাঁদে পা দেওয়া যাবে না। বর্তমানে দেশে অনেক দুষ্কৃতিকারী দেশের শান্তি বিনষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। তাই আমরা কাঁধে কাঁধ রেখে সবাই সতর্ক থেকে এই দুষ্কৃতিকারীদের মোকাবিলা করতে হবে। তিনি আরো বলেন ভোলার মানুষ শান্তিতে থাকলে আমরা শান্তিতে থাকবো।
তিনি প্রধান অতিথির বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানিয়ে উক্ত দোয়া ও ইফতার অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।