সংবাদদাতা : দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন সরাইল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এডভোকেট আশরাফ উদ্দিন মন্তুকে গ্রেপ্তার করেছেন পুলিশ। বুধবার(১৯ মার্চ) সন্ধার পর জেলা শহরের কাউতলী থেকে র্যাব তাকে গ্রেপ্তার করেন। পরে গ্রেপ্তারকৃত যুবলীগের সাবেক এই নেতাকে সরাইল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ রফিকুল হাসান উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এডভোকেট আশরাফ উদ্দিন মন্তুকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, একটি তদন্তাধীন হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।