বি,এইচ রাজু- বাহুবল!
হবিগঞ্জ ১ নবীগঞ্জ – বাহুবল আসনের সাংসদ সদস্য প্রার্থী গোলাম রাব্বানী,
সহিংসতা, ধর্ষণ ও সন্ত্রাসের বিরুদ্ধে বিবৃতি প্রদান করেন!
গণ অধিকার পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সহ সভাপতি গোলাম রাব্বানী এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, লাগামহীনভাবে দেশব্যাপী সহিংসতা, ধর্ষণ ও সন্ত্রাস চলছে।
এখোন ই এর লাগাম টেনে ধরতে সরকারের আরো কঠোরভাবে হস্তক্ষেপ প্রয়োজন।
বিশেষ করে নারী ও শিশুর প্রতি সহিংসতা
মনুষ্যত্বের মহিমাকে ভুলুন্ঠিত করা হচ্ছে সারাদেশে,দেখা যাচ্ছে – গন মাধ্যমে প্রতি দিন প্রকাশ হচ্ছে খুন, ধর্ষণ, চুরি ছিনতাই ইত্যাদি!
সরকারের পাশাপাশি আমাদের সকলকে এই মনুষ্যত্ব বিরোধী রাজনৈতিক ব্যবস্থাকে ছুঁড়ে ফেলতে হবে।
এক একটি মানবিক সমাজ এবং সুশাসন প্রতিষ্ঠায় প্রতিটি ব্যক্তিকে স্বমহিমায় ও পূর্ণ আত্মমর্যাদায় প্রতিষ্ঠিত হতে হবে!
জীবন বিমুখ বা জীবন থেকে বিচ্ছিন্ন কোনো মতাদর্শ কিংবা ভাবধারা আমাদের সমাজ গ্রহণ করবে না।
সমাজ-বিচ্ছিন্ন হয়ে ইতিহাসের গতিপথের পরিবর্তন করা যায় না!