সংবাদ দাতা গোলাম জিলানী
দিরাই রিপোর্টার্স ইউনিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় শনিবার ২২ শে মার্চ শনিবার স্তানীয় রূপসী বাংলা রেস্টুরেন্টে দিরাই,প্রশান্ত সাগর দাসের সভাপতিত্বে দোয়া ও ইফতার আলোচনা পর্বে সংগঠনের সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম সোহাগের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামসুল ইসলাম খেজুর তিনি বক্তব্যে বলেন তথ্যবহুল সংবাদ প্রচার করা সকল সাংবাদিকের প্রতি আহ্বান করেন,এবং রিপোর্টার ইউনিটির উত্তর উত্তর সফলতা কামনা করেন, বক্তব্য রাখেন, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন তিনি বক্তব্যে দিরাই রিপোর্টার ইউনিটির প্রসংশা করে বলেন সাংবাদিক পেশা পবিত্র পেশা এই পেশা কে যে কেউ কুলশিত না করে,সত্য ও তথ্যবহুল সংবাদ প্রচার করার জন্য আহবান করেন,এতে বক্তব্য রাখেন সদস্য মাহমুদ হেলাল, সৈইদুর রহমান, তালুকদার, তোফায়েল আহমদ ও দিরাই সাংবাদিক ইউনিয়নের সভাপতি বদরিজ্জামান বদরুল।
এছড়াও উপস্থিত ছিলেন, দিরাই রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি হেলাল আহমদ সহ আব্দুল্লাহ রাজি, সুমন রহমান,কোষাধ্যক্ষ সম্পাদক গোলাম জিলানি, এয়াহিয়া আহমদ লিটন, আয়মান আহমেদ, রাজিব দাস, রায়হান মিয়া, ঝুটন সূত্রধর, দুর্জয় রায় প্রমুখ৷
দোয়া পরিচালনা করেন, মাওলানা নূরুদ্দিন আহমেদ