বি,এইচ রাজু- নবীগঞ্জ সংবাদ দাতা:
নবীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও সকল রাজনৈতিক দলের সদস্যবৃন্দের সম্মানে গণ অধিকার পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫শে মার্চ) সন্ধ্যায় নবীগঞ্জ শহরের হাশেমবাগ রেস্টুরেন্টে এর ৩য় তলায় এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার পূর্বে দেশ জাতির মঙ্গল কামনায় ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে গণধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
হবিগঞ্জ জেলা শাখার সদস্য নুরুজ্জামান মিছু, সভাপতিত্বে ও আব্দুল্লাহ মিয়ার পরিচালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গন অধিকার পরিষদ হবিগঞ্জ জেলা শাখার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বি এইচ রাজু,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক প্রার্থী নবী হোসাইন,যুব অধিকার নবীগঞ্জ উপজেলা শাখার সাবেক যুগ্ম আহবায়ক সায়েদ হুসেন,
যুব অধিকার পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল সাগর, যুব অধিকার পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব নোমান আহমেদ,
ছাত্র অধিকার পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সহ কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও ছাত্র অধিকার পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি প্রার্থী আব্দুর রাজ্জাক, ছাত্র অধিকার পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রার্থী তোফায়েল আহমেদ সহ ছাত্র যুব শ্রমিক এবং গন অধিকার পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন ইউনিয়ন এর নেতৃবৃন্দ।