অনিক পাঠান, ক্রাইম রিপোর্টার
মাধবপুর মডেল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ মার্চ মাধবপুর মডেল প্রেসক্লাবের শ্যামলী পাড়া অফিসে এ আয়োজন করা হয়।
মাধবপুর মডেল প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির প্রতিনিধি আজিজুর রহমান জয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে সাংবাদিক ফরাসউদ্দীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন ইসলাম।
তিনি বলেন কেহই সমালোচনা রূপে নয়। আমরাও সমালোচনার ঊর্ধ্বে নই। তাই আমাদেরকে নিয়ে কে কি বলল সেদিকে না তাকিয়ে আমাদের উচিত সমাজের সঠিক চিত্র তুলে ধরে তথ্যবহুল নিউজ করে এগিয়ে যাওয়া।
এ সময় সাংবাদিক পরাশউদ্দিন, সাংবাদিক হাসান ভূঁইয়া ওসাংবাদিক উজ্জ্বল খান এক বক্তব্যে বলেন যে কোন মূল্যে মাধবপুর মডেল প্রেসক্লাবের সহকর্মী ভাইদের একতাবদ্ধ থাকতে হবে। একতার মূল মন্ত্র নিয়ে সাধারণ মানুষের দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরে আমাদের এগিয়ে যেতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি রাকিব লস্কর, মোহাম্মদ মাতু মিয়া সাংবাদিক চাঁদ সুলতানা চৌধুরী শাবানা, সাংবাদিক এম এম সোহাগ, সাংবাদিক শাহাদাত ইসলাম মামুন, সাংবাদিক জাহাঙ্গীর ইসলাম অনিক, সাংবাদিক জার্মান ফয়েজ, সাংবাদিক অনিক পাঠান, সাংবাদিক এমদাদুল হক ও সাংবাদিক রুবেল মিয়া প্রমুখ।
এ সময় “দৈনিক চলমান দেশের”- ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আছমা আক্তার চৌধুরী সহ রাজনৈতিক ব্যক্তিত্ব সাইফুর রহমান টিটু উপস্থিত ছিলেন।
পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।