লুৎফর সিকদার- গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে শহর বাসীকে নিরাপত্তা ও সুবিধা দিতে লঞ্চঘাট এলাকায় ওয়াচ টাওয়ার উদ্বোধন করা হয়েছে। ৭১ফুট উচু এই ওয়াচ টাওয়ারে ১০টি উচ্চ ক্ষমতা সম্পন্ন ডিজিটাল লাইট স্থাপন করা হয়েছে।নির্মান করতে ব্যয় হয়েছে ১০লাখ টাকা। জেলা প্রশাসন এই ওয়াচ টাওয়ার নির্মান কাজ সম্পন্ন ও উদ্বোধন করেন। যেসব লাইট অ্যাপসের মাধ্যমে নিয়ন্ত্রন করা যাবে।আবার ম্যানুয়ালী ও নিয়ন্ত্রন করা যাবে।
বুধবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসের পরন্ত বিকেলে আনুষ্ঠানিকভাবে এই ওয়াচ টাওয়ারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। এ সময় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান সহ জেলা প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, এই ওয়াচ টাওয়ারের মাধ্যমে চারদিকে ১৫০ মিটার এলাকা আলোকিত থাকবে। আগামীতে এই ওয়াচ টাওয়ারে উচ্চক্ষমা সম্পন্ন সিসি ক্যামেরা বসানো হবে। শুধু একটি নয় শহরের নিরাপত্তা দিতে গুরুত্বপূর্ন এলাকায় এমন আরো বেশ কয়েকটি ওয়াচ টাওয়ার বসানো হবে ও এতে গোপালগঞ্জবাসী নানা সুবিধা পাবেন।