1. live@khaborerkantho.com : news online : news online
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন

নবীগঞ্জে ঈদের জামাত নিয়ে বাকবিতন্ডায় ছুরিকাঘাতে নিহত ১

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

 

মীর দুলাল বিশেষ প্রতিবেদক!

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মসজিদে ঈদের জামাত নিয়ে কথা কাটাকাটির জেরে ছুরিঘাতে আব্দুল কাইয়ুম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ মার্চ ২৫) ইং রাতে ৮ ঘঠিকায়- উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট দক্ষিণ পাড়া জামে মসজিদের মধ্যে তারাবি নামাজে কথা কাটাকাটির জেরে এই ঘটনা ঘটনা টি ঘটে!

নিহত ব্যক্তি হলেন-আব্দুল কাইয়ুম দেবপাড়া ইউনিয়নের সদরঘাট দক্ষিণ পাড়ার মজুদ উল্লাহর ছেলে।

ছুরিকাঘাতে নিহতের অভিযুক্ত ব্যক্তির নাম মুজাহিদ আলী (৩৫)।

তিনি একই গ্রামের কাজী সুন্দর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, মসজিদের মধ্যে তারাবি নামাজের সময় আব্দুল কাইয়ুম ও মুজাহিদ আলীর কথা কাটাকাটি হয়।

পরে বাড়ি ফেরার পথে কাইয়ুমকে ছুরিকাঘাত করেন মুজাহিদ আলী।

এতে সে গুরুতর আহত হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে রাত ১২টার দিকে তিনি মারা যান!

এ ঘটনাটি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন বলেন, আমি এখন ঘটনাস্থলে আছি।

পুলিশ এলাকার পরিস্থিতি স্বাভাবিক করেছে।

নিহতের মরদেহ থানায় নেওয়া হবে, তারপর সুরতহাল করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত