1. live@khaborerkantho.com : news online : news online
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন

হবিগঞ্জের মিরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ শতাধিক আহত!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

 

মীর দুলাল বিশেষ প্রতিবেদক!

হবিগঞ্জের বাহুবলে মোটরসাইকেলের ব্যাটারি কেনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে!

মঙ্গলবার (০১ এপ্রিল ২৫) ইং সন্ধ্যার পর দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে।

এতে পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে।

বাহুবল উপজেলার মিরপুর বাজারে সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে রাত ৯টা পর্যন্ত।

প্রথম দফায় পু্লিশ সংঘর্ষ ঠেকাতে চেষ্টা করে ব্যর্থ হয়।

পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের বানিয়াগাঁও গ্রামের আকাশের সঙ্গে চারগাঁও গ্রামের একজনের ব্যাটারি কেনা কথা কাটাকাটি হয়।

এ বিষয়টি জানাজানি হলে উভয় গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে মিরপুর বাজারে কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়।

আরও জানা গেছে, আটগ্রাম ও চারগ্রামের মানুষ মাইকে ঘোষণা দিয়ে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

আহতের বাহুবল ও হবিগঞ্জ সদর হাসপাতালসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।

এ ঘটনায় তিন পুলিশ আহত হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত