বি এইচ রাজু – বাহুবল প্রতিনিধি!
তারিখ দুই এপ্রিল ২০২৫ ইংরেজি রোজ বুধবার
নবীগঞ্জের ১০ নং দেবপাড়া ইউনিয়ন এর ১ নং ওয়ার্ড ধর্মনগর গ্রামের মাওলানা মুহিবুর রহমান রহ এর বড় ছেলে হাফিজ মাওলানা মাছুম আহমেদ এবং উনার আরো তিন ছেলে ও গ্রামের যুব সমাজ সহ প্রবাসী দের অনুদানের ফলে সদ্য জন্মে নেওয়া এই ফাউন্ডেশন টির উদ্যোগে এই ফ্রী মেডিকেল ক্যাম্প ও সুন্নাতে খতনা অনুষ্ঠানের আয়োজন করে।এছাড়াও ফাউন্ডেশন টি পুরো রমজান মাস জুরে বয়স্ক পুরুষ দের মসজিদে এবং বয়স্কা মহিলাদের উনার নিজ বাড়িতে কোরান প্রশিক্ষণ দিয়ে আসছে।
উক্ত অনুষ্ঠানে চিফ গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন গন অধিকার পরিষদ হবিগঞ্জ জেলা শাখার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বি এইচ রাজু, উপস্থিত ছিলেন মাওলানা মুফতি দেলোয়ার হোসেন, মাওলানা তকদির মিয়া,বিশিষ্ট মুরব্বি নোমার আহমেদ, ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান মাওলানা মারুফ বিল্লাহ,সাধারণ সম্পাদক মাওলানা ইমদাদুল হক্ব মাসুম,সাংগঠনিক সম্পাদক মাওলানা সিদ্দিকুর রহমান, অর্থ সম্পাদক মাসরুর বিল্লাহ,এবং ফাউন্ডেশন এর সকল নেতৃবৃন্দ সহ গ্রামের বিশিষ্ট মুরব্বিয়ান।
অনুষ্ঠান শেষে মাওলানা মুহিবুর রহমান রহ সহ গ্রামের সকল মৃত ব্যাক্তির রুহের আত্বার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।