সিলেট জেলা বিশেষ প্রতিনিধি:-
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (৫ এপ্রিল) সকাল ১০টার সময় শহীদ স্মৃতি টুকেরবাজার উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে বিদায় সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি এডভোকেট কামাল হোসেন এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ মাসুক রানা ও সোহরাব হোসেন এর যৌথ সঞ্চালনায় এতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন,অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ লিয়াকত আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের চেয়ারম্যান অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক বিভাগীয় প্রধান অর্থনীতি এমসি কলেজের অধ্যাপক তোতিউর রহমান, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান,অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক সভাপতি আবু তাহের মেম্বার,এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এম মুর্শেদ আলম, কোম্পানীগঞ্জ উপজেলা দূর্নীতি দমন কমিশনের সভাপতি রফিকুল ইসলাম (ঠান্ডা) স্যার,বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ও পড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের, সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আওয়াল,অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক আনোয়ার আলী, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন,যুবদল নেতা ইফতেখার মাহমুদ পাভেল, ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য শাকিল আহমেদ, বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ফারজানা আক্তার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বর্ণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান, কোম্পানীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন,রাজনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মিজান, সিলেট জজ কোর্টের এ পি পি জনাব ইসরাফিল আহমেদ, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন বাবুল,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাইম,কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ এর সাধারণ সম্পাদক মারজান উদ্দিন, কোম্পানীগঞ্জ ছাত্র কন্ঠের সাধারণ সম্পাদক এহসানুল মাহবুব,অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য জনাব আলী আহমেদ,সাবেক অভিভাবক সদস্য আব্দুর রউফ, টুকের গাঁও আদর্শ ক্লাব এর সভাপতি রাইসুল ইসলাম রাজন, সাবেক সভাপতি রাসেল আহমেদ,দৈনিক বিজয়ের কন্ঠের স্টাফ রিপোর্টার মইন উদ্দিন মিলন,ইউপি সদস্য মেহেদি হাসান ডালিম, সাবেক ইউপি সদস্য মোঃ বিল্লাল হোসেন।এছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে রাখেন, শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আবুল হাশেম। তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কে অত্র প্রতিষ্ঠানে স্থায়ী সেন্টার ও স্কুল জাতীয় করণ ও পৃথক কলেজের দাবি জানান।