সংবাদদাতা : দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার শালগাঁও-কালীসীমা এলাকার তিতাস নদী থেকে আনুমানিক ৪৫ বছর বয়সি এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ এপ্রিল) বিকেলে লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
এব্যপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, তিতাস নদে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। কচুরিপনার মধ্যে লাশটি পড়েছিলো। লাশের গায়ে পঁচন ধরেছে। লাশটি সম্প্রতি নিখোঁজ হওয়া ব্যক্তি কিংবা অন্য কারো কিনা সে বিষয়ে জানার চেষ্টা চলছে।