বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি।
ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৭ এপ্রিল সোমবার বিকাল ৩ টায় বিক্ষোভ মিছিলটি খইরুদ্দিন মাদ্রাসা থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাস স্ট্যান্ড মোড়ে এসে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সাধারণ জনগণ ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা খইরুদ্দিন মাদ্রাসা এসে জড়ো হন। সেখানে উপস্থিত সবাই নানা স্লোগান দেন।
‘ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল নিপাত যাক’; ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’— ইত্যাদি স্লোগানে বিক্ষোভকারীরা ইসরায়েলের সব পণ্য বয়কটের ঘোষণা দেন।
সমাবেশে বিক্ষোভকারীরা বলেন, আমরা স্বাধীন ফিলিস্তিনের পাশে আছি।
আমরা বাংলার মাটি থেকে বলতে চাই, ফিলিস্তিন আমরা তোমাদের পাশে আছি। আজ মুসলিম বিশ্ব এক হওয়ার সময় এসেছে।
পৃথিবীর বুক থেকে ইসরায়েলের নাম মুছে দিতে হবে।
তারা আরও বলেন, আমরা পশ্চিমা বিশ্ব ও জাতিসংঘকে বলতে চাই, আপনারা যতই ষড়যন্ত্র করুন না কেন, ফিলিস্তিন আমাদের ছিল আমাদের থাকবে। সময় এসেছে ফিলিস্তিন স্বাধীন করার।
মোস্তফা গাজী
বকশীগঞ্জ জামালপুর প্রতিনিধি।
মোবাইল ০১৯১২৬৫১৯০০