নাহিদুল ইসলাম
বরিশাল জেলা প্রতিনিধি:-
বরিশাল- হিজলা উপজেলার কালিকাপুর মৌলভীবাজার সংলগ্ন কেন্দ্রীয় জামে মসজিদ এর সামনে ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদী মিছিল সমাবেশ
অনুষ্ঠিত হয়।
স্থানীয় মুসল্লিগণ এই সমাবেশে অংশগ্রহণ করেন,
ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি ও দুঃখ প্রকাশ করেন, এবং ইজরাইলের সাম্প্রতিক কর্মকাণ্ডের নিন্দা জানান।
মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের বিভিন্ন গলিতে ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দেন।
স্থানীয় নেতৃবৃন্দ এই ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
সর্বশেষ সবাইকে সতর্কের বার্তা জানিয়ে বলেন, সবাই ইসরাইলি পণ্য বয়কট করুন।