এম এ আকবর স্টাফ রিপোর্টার : গাজায় মানবতা বিরোধী বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে ১১ এপ্রিল শুক্রবার বিকেল তিনটায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট জাফর হায়দারের নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন মহাসচিব মহিউদ্দিন স্বপন সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন, মানবধিকার নেতা গোলাম সারোয়ার, এইচ.এম.ইউসুফ, এম.নাসির উদ্দিন জসিম, বিলকিছ বেগম, হ্যাপী, ফজলুল করিম মনসুর, আবু সুফিয়ান রুবেল, মোঃ জলিল, মোঃ হাফিজ উদ্দিন খান আবু, বক্তব্য রাখেন প্রেস ক্লাব প্রতিনিধি এডভোকেট গোলাম মাওলা মুরাদ, এডভোকেট কাসেম কামাল, এডভোকেট মাসুদুল আলম, এডভোকেট মোহাম্মদ মাকসুদুল আলম, মাওলানা জাকারিয়া খালেদ, মাওলানা আনোয়ার হোসেন রাব্বানী, সৈয়দ নুর মোহাম্মদ কিবরিয়া, জামাল উদ্দিন, মাওলানা হারুন নিজামী, আলী হাসান প্রমুখ।
এসময় বক্তারা বলেন “গাজায় ইসরায়েলের দমন-নিপীড়ন বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছে। জাতিগত নিধনযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ জানানো আমাদের নৈতিক দায়িত্ব। দেশে ইসরাইলের পণ্য বর্জন করার আহ্বান জানান।