ইমদাদুল ইসলাম রনি
কুমিল্লা জেলা প্রতিনিধি
আজ ১৪ই এপ্রিল রোজ সোমবার
বাংলা নববর্ষ-১৪৩২ উপলক্ষে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা প্রশাসনের উদ্যোগে পুরনো দুঃখ, গ্লানি ভুলে নতুন বছরকে স্বাগত জানিয়ে আয়োজিত হয় বৈশাখী শোভাযাত্রা।
চান্দিনা উপজেলা প্রশাসন ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে সারাদিনব্যাপী নানাহ্ কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-
চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা-নাজিয়া হোসেন,সহকারী কমিশনার (ভূমি) -ফয়সাল আল নূর, চান্দিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-মোঃ জাবেদ উল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার -ইকবাল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা-
মোঃ ফরহাদ আলম খান, কৃষি কর্মকর্তা-মোঃ মোর্শেদ আলম,
চান্দিনা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক-নিখিল চন্দ্র ভৌমিক সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলার বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ।
চান্দিনা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পহেলা বৈশাখ উপলক্ষে পান্তা-ইলিশ, মিষ্টি, দধি, আইসক্রিম দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়।