লুৎফর সিকদার- গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে ছাত্র সমন্বয়ক ও ছাত্র অধিকার পরিষদ গোবিপ্রবি-র(গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) আহ্বায়ক জসিম উদ্দিন এবং সদস্য সচিব সাঈদুর রহমানের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার {১৮ এপ্রিল} বিকেল ৪টার দিকে শহরের এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে একদল সন্ত্রাসী তাদেরকে মারপিট করে আহত করে । আহতরা সাংবাদিকদের জানিয়েছেন, সন্ত্রসীরা বলে তোরা ক্যাম্পাসের বাইরে কেন। তোরা থাকবি ভিতরে। এ কথা বলে আমাদের উপর হামলা চালায়।
তারা কিল-ঘুষি, লাথি মেরে আমাদের উপর হামলে পড়ে।পরে তারা দ্রুত স্থান ত্যাগ করে। কারা করেছে এটা আমরা বলতে পারছিনা। এদের কেউকে চেনা যায়নি।আহত ছাত্র ও সমন্বয়ক জসিম উদ্দিন ও সাঈদুর রহমানকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে বলে আহতরা জানান।মামলা হবে কিনা এটা প্রক্টরের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে আহতরা জানান।