মীর দুলাল বিশেষ প্রতিবেদক
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া বাজারের ব্যবসায়ী
আব্দুল হাই (৬০) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৯ এপ্রিল২৫) ইং দুপুর ১ ঘঠিকায় চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ডুলনা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ঘটনাস্থলের পার্শ্ববর্তী জারুলিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, দুপুরে আব্দুল হাই ডুলনা গ্রামের রাস্তার পাশে নিজের জায়গা থেকে বাঁশ কাটছিলেন।
এ সময় কয়েকজন নারী-পুরুষ এগিয়ে এসে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন।
এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়ে আব্দুল হাই ঘটনাস্থলেই মারা যান।
হত্যার খবর পেয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম সহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়!
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম
বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।