1. live@khaborerkantho.com : news online : news online
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :

খাগড়াছড়ি মহালছড়িতে স্বাস্থ্য অধিকার ফোরামের সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

 

উত্তম চাকমা মহালছড়ি প্রতিনিধিঃ

“স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাহিদা সৃষ্টি, জবাবদিহিতা ও অন্তর্ভুক্তি” এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মহালছড়িতে স্বাস্থ্য অধিকার ফোরামের গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত।

২৭ এপ্রিল( রবিবার) মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ ভবনে অনুষ্ঠিত এই সভায় অংশগ্রহণ করেন বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, সেবাগ্রহীতা এবং স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা।

অনুষ্ঠানটি আয়োজন করে স্বাস্থ্য অধিকার ফোরাম ও জাবারাং কল্যাণ সমিতি। সহযোগিতা করে বাংলাদেশ হেলথ ওয়াচ এবং সুইডেন সরকারের উন্নয়ন সংস্থা “Sverige”।

সমন্বয় সভায় বক্তারা বলেন,
স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে মানুষের চাহিদাকে গুরুত্ব দিতে হবে, স্বাস্থ্য খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে হবে এবং সব ধরনের জনগোষ্ঠীকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে হবে।

এছাড়া তারা মহালছড়ি ও খাগড়াছড়ি জেলার সামগ্রিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে মুক্ত আলোচনায় অংশ নেন।

সভায় আরও বলা হয়,প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেন স্বাস্থ্য সেবায় আরও সহজে ও মানসম্মত সুবিধা পান, তার জন্য সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে।

নারীদের স্বাস্থ্যসেবা, মাতৃস্বাস্থ্য এবং শিশুস্বাস্থ্যের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোর কার্যকারিতা বৃদ্ধির জন্য স্থানীয় জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠানটি প্রাণবন্ত করতে বিভিন্ন ধরনের কার্যকর পরামর্শ, প্রশ্নোত্তর পর্ব এবং আগামী দিনের করণীয় নির্ধারণের জন্য একটি কর্মপরিকল্পনাও গ্রহণ করা হয়।

সভা শেষে উপস্থিতির সম্মতিতে উপজেলা কমিটি সংস্কার করা হয়।কমিটিতে বিপুল চৌধুরীকে সভাপতি ও মিল্টন চাকমাকে সদস্য সচিব করে সংস্কারকৃত নতুন কমিটি ঘোষণা করা হয়, এতে মানিক রঞ্জন চাকমা,ভুমিকা ত্রিপুরাকে সহ-সভাপতি, সুশান্ত চাকমাকে যুব সংগঠক বিষয়ক সম্পাদক, মোঃ শফিকুল ইসলাম কে তথ্য ও গবেষনা সম্পাদক, ভগদত্ত চাকমাকে স্বাস্থ্য সেবা প্রতিষ্টান সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন কে প্রচার সম্পাদক, তান্টু মনি তালুকদার,মোঃ ইলিয়াস হোসেন,উত্তম চাকমা,মোঃ কাউসারুল ইসলাম,রিজিয়া বেগম,মোহীনি লতা চাকমা,কর্মচান ত্রিপুরাকে সদস্য করা হয়।

কমিটি ঘোষণা পরবর্তী সকলেই মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন,এবং কর্মরত চিকিৎসাকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত