সাংবাদিক তুরাবের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল
কোম্পানীগঞ্জ প্রতিনিধি || মোঃ আশরাফ উদ্দীন || দৈনিক খবরের কন্ঠ ||
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত সিলেটের দৈনিক জালালাবাদ এর স্টাফ রিপোর্টার সাংবাদিক এটিএম তুরাব। সিলেটে কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই নগরীর বন্দরবাজারে নিহত হন সাংবাদিক তুরাব। সাংবাদিক তুরাবের আত্মার মাগফেরাত কামনায় কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।আজ ১ আগস্ট বৃহস্পতিবার অনলাইন প্রেসক্লাবের কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, এ সময় সাংবাদিক এটিএম তুরাবের হত্যার বিচার দাবি করেন নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন বাবুল, সিনিয়র সহ সভাপতি মানিক মিয়া, সহ সভাপতি এমএএইচ শাহীন, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, কোষাধ্যক্ষ সোহেল আহমদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ইমরান আহমদ, কার্যকরি সদস্য নাঈম প্রমুখ। এর আগে প্রেসক্লাব নেতৃবৃন্দ নিহত সাংবাদিক এটিএম তুরাব’র শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।