মোঃ সাজ্জাদুল ইসলাম
নোয়াখালী জেলা প্রতিনিধি।
একদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে নোয়াখালী পৌর এলাকা
একদিনের বৃষ্টিতে নোয়াখালী জেলা শহর মাইজদীতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। শহরের প্রধান সড়ক ছাড়া বেশির ভাগ সড়কই পানির নিচে। এতে দুর্ভোগের শিকার হচ্ছে নাগরিকেরা। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার অভাবে এবং পানি নিষ্কাশনের নালাগুলো ভরাট হয়ে যাওয়া টানা বৃষ্টি হলেই শহরবাসীর দুর্ভোগ দেখা দেয়। এ নিয়ে পৌর কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন স্থানীয়রা। অনেকের মতে নোয়াখালী খাল পুন:খননে ব্যাপক অনিয়ম হয়েছে বলে পানি নিষ্কাশনের সমস্যা হচ্ছে।