অনিক পাঠান, ক্রাইম রিপোর্টার
হবিগঞ্জের মাধবপুরে আলোচিত মাগুরায় ৮ বছরের (আছিয়া) শিশু ধর্ষণের প্রতিবাদে বিক্ষোক মিছিল ও ঢাকা- সিলেট মহাসড়ক অবরোধ করে রাখা হয়।
সোমবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলার মেধাবিকাশ চত্বর থেকে এলাকার শিক্ষার্থী ও জনতার একটি মানববন্ধনটি বের হয়।যা পরে মাধবপুরে আসে পাশের সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-সিলেট মহাসড়ককে অবরোধ করে রাখে।
এ সময় শিক্ষার্থীরা বলেন মাগুরার শিশু আছিয়াকে ধর্ষণের পর হত্যাচেষ্টায় ধর্ষক হিটু ও ধর্ষক সজীবের প্রকাশ্য মৃত্যুদন্ড কার্যকর করার দাবি করেন তারা।
পরে মাধবপুরের ইউএনও মোঃ জাহিদ বিন কাশেমের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে শিক্ষার্থীরা।