বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে নাশকতা মামলার আসামী ও আলোচিত সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যা মামলার প্রধান আসামী,সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান, আ’লীগ নেতা মাহমুদুল আলম বাবুকে গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে ।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নে এলাকাবাসীর ব্যানারে দাসের হাট থেকে বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজিউর রহমান মোল্লা, সহ সভাপতি রাশেদুরজ্জামান সোনা মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহীন খান, ইউনিয়ন সেচ্ছা সেবক দলের আহ্বায়ক আনার আলীসহ আরো অনেকেই।
এসময় বক্তারা বলেন, অবৈধ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু একজন সাংবাদিক হত্যা মামলার প্রধান আসামী সে সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক পদে রয়েছেন। আওয়ামী লীগ সরকারের সময় নৌকা প্রতীক নিয়ে সীল মেরে চেয়ারম্যান হয়েছে । বাবু’র চাঁদাবাজি, ভূমিদস্যু, নিয়োগ বানিজ্য ও অন্যায়- অত্যাচারে অতিষ্ঠ থাকতো পুরো ইউনিয়ন বাসী। ৫ আগস্টের পর তার বিরুদ্ধে দুইটি নাশকতার মামলা হলেও তাকে গ্রেপ্তার করছে না আইনশৃংখলা বাহিনী। এখনো সে প্রকাশে ঘুরা ফেরা করছে।