মোঃহেলাল উদ্দিন,পানছড়ি, খাগড়াছড়ি প্রতিনিধি!
ভিডিপি সদস্যদের জন্য নব-নির্মিত গৃহএর বার্চুয়ালে শুভ উদ্বোধন করেন আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
২৪ এপ্রিল ২০২৫ খ্রিঃ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ৫ নং উল্টাছড়ি ইউনিয়ন এর মধ্য নগর গ্রামের ভিডিপি সদস্য আয়শা খাতুন এ ঘরটি পেয়েছেন।
এ সময় ফলক উম্মচন ও ঘরের চাবি তুলে দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খাগড়াছড়ি জেলা কমান্ড্যট মোঃ আরিফুর রহমান পিপিএম।এ সময় ঘরের চাবি পেয়ে আয়শা খাতুন মহাপরিচালক ও জেলা কমান্ড্যট এর জন্য আল্লাহর দরবারে দোয়া করেন।দুই রুম বিশিষ্ট গৃহের সাথে দুটি টয়লেট,একটি গবীর নলকুপ মটর সহ পেয়ে আয়শা খাতুন মহাখুশি।